কেন এই প্রশিক্ষণে অংশ নেবেন
বাংলাদেশে বর্তমানে প্রায় আড়াই হাজার বিভিন্ন ধরনের এনজিও কাজ করছে। এর অধিকাংশই সরকারি বা বিদেশী অর্থায়নে পরিচালিত হয়। এ সকল প্রতিষ্ঠানও কর্তৃপক্ষ হিসাবে বিবেচিত বিধায় তারাও জনগণের আবেদনের প্রেক্ষিতে তথ্য সরবরাহ করতে বাধ্য। তথ্য অধিকার আইন অনুসারে আবেদনকারী কাঙ্খিত তথ্য চেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদনপত্র দাখিল করে। তথ্য অধিকার আইনের মূল চেতনা বাস্তবায়ন এবং আইনের আলোকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষ্যে আইনটি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা দরকার। আইনটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করা খুবই জরুরী। কিন্তু প্রচলিত ক্লাসরুম পদ্ধতিতে সারা দেশের বেসরকারি সংস্থার (এনজিও) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ আয়োজন সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল বিষয়। এ অবস্থা থেকে উত্তরণে এবং স্বল্প সময়ের মধ্যে দেশের সকল বেসরকারি সংস্থার (এনজিও) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনটিতে প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে তথ্য অধিকার বিষয়ক একটি অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।
অনলাইন প্রশিক্ষণটিতে আইনের বিভিন্ন ধারা নিয়ে প্রয়োজনীয় আলোচনার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তথ্য কমিশনের মাঝে সেতুবন্ধ তৈরির লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ রাখা হয়েছে।
যেভাবে রেজিস্ট্রেশন করবেন
রেজিস্ট্রেশন করা থাকলে Login করুন
• অনলাইন প্রশিক্ষণটিতে রেজিস্ট্রেশন করতে Click for Registration এ ক্লিক করুন ।
• একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার Username/ইউজার নেম, Password/পাসওয়ার্ড, Email Address/ইমেইল দিন ।
• ফর্মের নির্দিষ্ট জায়গায় আবার Email (again)/ইমেইল লিখুন ।
• First Name/নামের প্রথম অংশ, Last Name/নামের শেষাংশ, District/জেলা, Country/দেশ,
• এবং Designation/পদবি, Mobile Number/মোবাইল নম্বর, Office Name/অফিসের নাম, Office Address/অফিসের ঠিকানা দিন।
• সব তথ্য দেয়ার পর Register Now বাটনে ক্লিক করুন ।
• এবার আপনার Email-এ প্রবেশ করুন এবং ইনবক্স থেকে Online Training Courses: account confirmation ইমেইলটি খুলুন ।
• To confirm your new account, please go to this web address: লিঙ্কটিতে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন এবং এরপর Continue বাটনে ক্লিক করুন ।
• Continue বাটনে ক্লিক করলে, তা আপনাকে কোর্স পেইজে নিয়ে যাবে । সেখান থেকে RTI Online Training Courses এর নিচে Enroll me বাটনে ক্লিক করুন অথবা বামপাশের Dashboard এ ক্লিক করুন, তারপর ডানপাশের Courses থেকে এনজিও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ লেখাটিতে ক্লিক করুন ।
• এবার Enroll me বাটনে ক্লিক করুন । এখন আপনি এই কোর্সে অংশ নিতে পারবেন ।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...
মনে রাখবেন, আপনি যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন, কোর্স শেষে আপনার সার্টিফিকেটটি ও সেই নামেই ইস্যু হবে। তাই যে নামে সার্টিফিকেট পেতে চান সেই নামে রেজিস্ট্রেশন করুন।
আর রেজিস্ট্রেশন করা থাকলে Login এ ক্লিক করুন ।
এ বিষয়ে কিছু জানার প্রয়োজন হলে যোগাযোগ করুন এমআরডিআই-এর এই নম্বরে:- ০১৭১৩২২৫৪৭৫ (রবি - বৃহস্পতি: সকাল ৯টা - বিকাল ৫টা)
© Copyright প্রশিক্ষণ - "তথ্য অধিকার আইন ২০০৯”. All Rights Reserved.